বিশ্ব মূল্যস্ফীতিতে বাংলাদেশে পণ্যের দাম বাড়তি: গভর্নর (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৮ মে ২০২২ শনিবার | আপডেট: ০৯:২০ এএম, ২৯ মে ২০২২ রবিবার
ব্যাংকসহ সব পক্ষের সহায়তায় মূল্যস্ফীতি ও ডলারের চ্যালেঞ্জ মোকাবেলা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির। বিশ্ব মূল্যস্ফীতির প্রভাবে বাংলাদেশে পণ্যের দাম বাড়তি বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীতে শনিবার (২৮ মে) আল আরাফাহ ইসলামী ব্যাংকের উচ্চশিক্ষাবৃত্তি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকগুলোকে শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় বাড়ানোর তাগিদ দেন তিনি।
মূল্যস্ফীতির চাপ সামলাতে বিশ্বের প্রায় সব দেশ হিমশিম খাচ্ছে। বাংলাদেশেও এর প্রভাবে পণ্যের দাম বাড়তি বলে মন্তব্য করেন গভর্ণর।
সংকট কাটাতে সম্প্রতি ডলারের রেট ৯০ টাকার মধ্যে বেধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। চ্যালেঞ্জ মোকাবেলায় নিত্যপণ্যে নীতি সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান ফজলে কবির।
করোনা পরবর্তী অর্থনীতির চাকা সচল করতে বাংলাদেশ সফল মন্তব্য করে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করাও সম্ভব বলে আশা করেন তিনি।
রিজার্ভের উপর চাপ কমাতে ইতোমধ্যে রেমিট্যান্স প্রণোদনা বাড়ানো হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে বিলাসী পণ্য আমদানী।
আরকে//