নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪১ জেলে আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪২ এএম, ২৯ মে ২০২২ রবিবার
সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে হাতিয়ার গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ায় দুটি ট্রলারসহ ৪১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলেও জানা যায়।
শনিবার সন্ধ্যায় আটককৃত ৪১ জেলেকে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ।
ট্রলারগুলো থেকে জব্দকৃত ইলিশসহ ১২০ কেজি সামুদ্রিক মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে এক কোস্টগার্ড কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা সফল করতে শনিবার বিকাল থেকে সমুদ্রে টহল দেয় কোস্টগার্ডের একটি দল। এসময় তমুরদ্দি ঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরা অবস্থায় এমভি নিহা ও এমভি ফাইজা-২ নামের দুটি ট্রলার আটক করা হয়।
দুটি ট্রলার থেকে ৪১ জেলেকে আটক ও জালসহ ১২০ কেজি মাছ জব্দ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার দুটি মৎস্য অফিসের হেফাজতে জব্দ থাকবে বলে জানায় কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ বলেন, নিষেধাজ্ঞা সফল করতে এ অভিযান চলমান থাকবে।
আরএমএ/এএইচ