ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইউক্রেন থেকে চুরি করা শস্য নিয়ে সিরিয়া বন্দরে রুশ জাহাজ

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৩০ মে ২০২২ সোমবার

সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরির অভিযোগ এনেছিল ইউক্রেন। মস্কো সেই অভিযোগ অস্বীকার করলেও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইউক্রেন থেকে চুরি যাওয়া শস্য সিরিয়ার লাতাকিয়া বন্দরে নিয়ে গেছে রুশ জাহাজ।

সোমবার (৩০ মে) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এমটাই জানা যায়। 

খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ধাপের জাহাজ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা এসব ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজকে দেখা গেছে। 

এই জাহাজটিকে শেষবার গত ১৯ মে সেভাস্তোপলে দেখা যায়। এরপর তুর্কি উপকূল বরাবর বসফরাস প্রণালী ও দক্ষিণে ট্রানজিট করা হয়। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটি প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আগের প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাকের বহরকে দক্ষিণ ইউক্রেনের খামার এবং সাইলো থেকে ক্রিমিয়ায় শস্য নিয়ে যেতে দেখা যায়। আর ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে ৪ লাখেরও বেশি টন শস্য লুট করেছে।

এসবি/