ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

লিভারপুল ছাড়ছেন সাদিও মানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩০ মে ২০২২ সোমবার

আগামী গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর লিভারপুলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন সেনেগালের তারকা সাদিও মানে। এবারের মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলা এই ফরোয়ার্ডকে দলে নিতে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এগিয়ে আছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। 

ছয় বছর ধরে দলটিতে থাকা ৩০ বছর বয়সী মানে এখন নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে ভবিষ্যত প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। যদিও শনিবারের ফাইনালে ১-০ গোলে পরাজয়ের পর এ সম্পর্কে গণমাধ্যমে নিশ্চিত করে কিছু জানাননি মানে। 

তবে গোলডটকম’র একটি সূত্র মানের লিভারপুল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। একইসাথে তারা জানিয়েছেন বায়ার্নই হতে পারে তার সম্ভাব্য গন্তব্য। 

মানের সাথে অপর দুই তারকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোর লিভারপুলের সঙ্গে চুক্তি এ বছরই শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সকলের সাথেই ক্লাবের নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মৌসুমের শেষে মানের ভবিষ্যত নিয়ে আলোচনার পরিকল্পনার কথা ইতোমধ্যেই জানা গেছে। 

যদিও এরই মধ্যে বায়ার্নের আগ্রহের বিষয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও মানের ফর্ম বিবেচনায় লিভারপুল কোনভাবেই তাকে ছাড়তে চাইবে না। কোচ জার্গেন ক্লপও এ ব্যপারে বেশ আগ্রহী বলেই জানা গেছে। 

এই মুহূর্তে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের থেকে মানেকে কোন ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি। 

লিভারপুলের একটি সূত্র জানিয়েছে, ৩০ মিলিয়ন ইউরোতে মানেকে তারা নিতে চায় বলে বলে ধারণা করা হচ্ছে। তবে মানেকে ছাড়তে হলে সেই জায়গায় নতুন খেলোয়াড় আনার জন্য অপেক্ষা করবে লিভারপুল। 

পোর্তো থেকে লুইস দিয়াজকে জানুয়ারিতে দলে আনার আগ পর্যন্ত মানেই ছিল ফরোয়ার্ড লাইনে লিভারপুলের অন্যতম ভরসা। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মানে ২২টি গোল করেছেন। আফ্রিকান নেশন্স কাপ থেকে ফেরার পর বিশেষ করে মানের পারফরমেন্সের উন্নতি হয়েছে। তার সুবাদেই সেনেগাল এবার প্রথমবারের মত আফ্রিকার শ্রেষ্ঠত্ব অর্জন করে।

মানের যাওয়া নিয়ে গুঞ্জন শোনা গেলেও আরেক তারকা সালাহ আরও এক বছর লিভারপুলে থাকার ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে আসার পর মানে নিজেকে দারুনভাবে প্রমাণ করেছেন। 

রেডদের হয়ে ২৬৮ ম্যাচে মানে করেছেন ১২০ গোল। ফরোয়ার্ড লাইনে তিনি প্রতিটি পজিশনে খেলেছেন এবং ক্লাবের হয়ে সম্ভাব্য সবকটি বড় শিরোপা জয় করেছেন। 

লিভারপুল অবশ্য ইতোমধ্যেই দিয়াজের উপর নির্ভরশীলতা দেখিয়ে ফেলেছে। দলটির হয়ে দারুন শুরুও করেছেন এই পর্তুগীজ ফরোয়ার্ড। কিন্তু মানে চলে গেলে সে স্থানে আরও একটি বড় নাম যোগ করাই হবে লিভারপুলের সামনে মূল চ্যালেঞ্জ।

এএইচ