ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

রাজধানীর পুরান ঢাকার পোস্তা চকবাজার এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 

মঙ্গলবার (৩১ মে) ভোর সোয়া ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

লালবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কাজল মিয়া জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। তবে আমরা তাৎক্ষণিকভাবে ধারণা করছি ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং নগদ ২০ লাখ টাকা উদ্ধার করেছি।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
এসএ/