ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এবছর এডিস মশার ঘনত্ব পাঁচ গুণেরও বেশি (ভিডিও)

মাহমুদ হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার | আপডেট: ১২:০৯ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

গত বছরের তুলনায় এবছর রাজধানীতে এডিস মশার ঘনত্ব পাঁচ গুণ বেশি। তাই এবছর ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বেশি হবার শঙ্কা করছেন কীটত্তত্ববিদেরা। যদিও বর্ষা মৌসুমের আগেই মশা নিধনে অভিযান চালাচ্ছে সিটি করপোরেশন। তবে জনসচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করছে সিটি কর্তৃপক্ষ। 

এবছর জুনের আগেই শুরু হয়েছে বৃষ্টি। পরিত্যাক্ত উপকরণে জমে থাকা পরিস্কার পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা।

সাধারণত সারাদেশে জুন থেকে সেপ্টেম্বর মাসে এডিস মশার লার্ভা সৃষ্টি হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ে। তবে এবছর এডিস মশার ঘনত্ব কয়েক গুণ বেড়েছে সময়ের আগেই। এতে শঙ্কিত কীটত্তত্ববিদেরা।

কীটত্তত্ববিদ কবীরুল বাশার বলেন, “এ বছর বর্ষাপূর্ব এডিস মশার যে ঘনত্বের ভিত্তি করা হয়েছে তাতে দেখা যায় ২০২০-২০২১ সালের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি। সে অনুযায়ী বলা যায় যে, এবছর ডেঙ্গু রোগীর সংখ্যাও বেশি হতে পারে, যদি আমরা সঠিক পদক্ষেপ নিতে না পারি।”

ডেঙ্গুতে আক্রন্ত রোগীর পরিমাণ বেশি হবে এ বছর, এমন তথ্যের ভিত্তিতে আগেই মাঠে নেমেছে সিটি করপোরেশন। পরিচালনা করছে অভিযান। 

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা “সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়টি দেখছে এবং এসিড মশা নির্মূলের জন্য বিশেষ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪২টি হট স্পট নির্ধারণ করা হয়েছে। স্পটগুলোতে কাজ করেছি, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ওষুধ ছিটানো হয়েছে। সেই সঙ্গে হটস্পটগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে।”

সিটি করপেরেশনের চিরুনি অভিযান মাঠ পর্যায়ে সফল করতে কাজ করছেন এলাকার কাউন্সিলররা। বাসাবাড়ির আনাচে-কানাচে লার্ভি সাইডিং এবং ফগিং করছেন তারা।

ডিএসসিসি ১৫নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা জানান, “মশন নিধন যে কর্মী বাহিনী রয়েছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং শুক্র-শনি নাই তারা প্রতিদিন আসছেন। জনগণের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি।”

পরিস্থিতি অনুকূলে রাখতে সবাইকে বাড়ি ঘরের আঙ্গিনা পরিস্কার রাখার আহ্বান সিটি করপোরেশনের।

এএইচ