ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৩ ১৪৩১

নোবিপ্রবিতে ওয়েবসাইট মকআপ ডিজাইন প্রতিযোগিতা

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট আধুনিকায়ন করার লক্ষ্যে মকআপ ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের আয়োজনে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করার শেষ সময় ৩১ মে।
 
জানা যায়, প্রতিযোগিতায় এককভাবে অথবা টিম আকারে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনার্স এবং মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডিজাইন জমা দিতে পারবেন।

রেজিস্ট্রেশনের পর নির্ধারিত তারিখে বিচারকদের সামনে ডিজাইন উপস্থাপন করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা বলেন, অনেক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি আরও আধুনিকায়নের দাবি শিক্ষার্থীদের। তারই ধারাবাহিকতায় এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি।

এএইচ