ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

‘২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত হবে বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৯:৫৭ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শহীদ উল্লাহ মিনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২’-এ তাদের বার্তা দিয়েছেন যে, বাংলাদেশেকে ২০৪০ সালে মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশে গড়ে তুলবেন। 

তিনি আরও বলেন, একটি দেশের প্রধানমন্ত্রী যখন এগিয়ে আসছেন, জনগণকে সচেতন করার চেষ্টা করছেন, সেখানে আমরা সাধারণ নাগরিক হিসাবে তার সাথে একাত্মতা ঘোষণা করছি। 

তিনি এসময়, ২০৪০ সালে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের মাধ্যমে সচেতনতা বার্তা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে বলে আশ্বাস দেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ ভিক্টোরিয়া পার্কে মাদক বিরোধী সংগঠন প্রত্যাশার আয়োজনে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে তামাকের ক্ষতিকর প্রভাব সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু-কিশোরদের ধূমপানবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাউল গান এবং সর্বস্তরের জনগণের তামাকবিরোধী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

এনএস//