কুরিয়ার কর্মী পরিচয়ে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ আটক ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩৪ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার | আপডেট: ১১:৩৮ পিএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে দিয়ে দুপুরে একটি বাড়িতে ঢুকে ডাকাতির সময় হাতে-নাতে ২ জনকে আটক করেছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্র পাওয়া যায়। তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করা হয়। এ ঘটনায় ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্ত্রী ও ছেলে মেয়েসহ ৩ দুজন আহত হন।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম শেখের শিরিন ভিলা নামে ৫তলা বাড়ির ৩ তলায় এ ঘটনা ঘটে। স্ত্রী শিরিন আক্তার ও ছেলে-মেয়েসহ ৩ তলায় বসবাস করতেন।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১)। বর্তমানে জামগড়া বসবাস করছে। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া গ্রামের মৃত কাশেম মিয়া ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বসবাস করে আসছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানান, দুইজন লোক কুরিয়ার সার্ভিসের লোক পরিচয়ে দিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। চিৎকার দিলে ভেতরে ঢুকে দরজায় বন্ধ করে গৃহকর্ত্রীর শিরিনের মাথায় আঘাত করে। পরে ছেলে ও মেয়েরা এগিয়ে আসলে তাদেরও হামলা করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তারা ডিবি পুলিশ পরিচয়ে তারা বের হতে চেষ্টা করে। পরে তাদের আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দেশিয় অন্ত্র জব্দ করে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
কেআই//