ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪ এএম, ১ জুন ২০২২ বুধবার

ফ্রান্স ওপেনে শেষ আটের লড়াইয়ে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ম্যাচের প্রায় পুরো সময় আধিপত্য দেখিয়ে জয় আদায় করে নিলেন ক্লে কোর্টের রাজা নাদাল।

বাংলাদেশ সময় মাঝরাতে প্যারিসে শুরু হয় দুই বিশ্বসেরার লড়াই। চার ঘণ্টা ১২ মিনিটের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চলে ভোর পর্যন্ত।

৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে ফরাসি ওপেনের সেমিফাইনালে পা রাখলেন নাদাল।

রোলাঁ গারোঁয় টেনিস ইতিহাসের সেরা দুই খেলোয়ায়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথস সেট জিতে নেয় নাদাল। পরের সেটে জিতে আরও এগিয়ে যায় এই স্প্যানিয়ার্ড। তৃতীয় সেটের পর জোকোভিচ ঘুরে দাঁড়ালেও শেষ সেট জিতে সেমিফাইনালে পা রাখেন ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। 

এ দিন নাদাল ছিলেন অপ্রতিরোধ্য। তৃতীয় সেটে বলা যায় জোকোভিচকে দাঁড়াতেই দেননি তিনি। খাদের কিনারায় দাঁড়িয়ে চতুর্থ সেটে ঘুরে দাঁড়াতেই হতো জোকোভিচের। প্রতিপক্ষের একবার সার্ভিস ব্রেক করে ম্যাচ পঞ্চম সেটে নেওয়ার সম্ভাবনাও জাগান। তবে নবম গেমে নাদালের পাল্টা আঘাত এবং বাকিটা কেবলই নাদালময়। 

এরপরও জোকোভিচ পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন, কিন্তু ১৩ বারের চ্যাম্পিয়নকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না।

এই নিয়ে ৫৯তম বারের মতো মুখোমুখি হলেন জোকোভিচ-নাদাল। ৩০ বার জিতে একটু এগিয়ে জোকোভিচ, নাদালের জয় ২৯টি। আর দুজনেরই বয়স ৩৫, তবে তাদের পারফরম্যান্সে নেই বয়সের ছাপ। 

তাই তারা যে আরও অনেকটা পথ এগোবেন, সেই আশা করাই যায়। ম্যাচের আগে নাদাল এখানে ইতি টানার যে ইঙ্গিত দিয়েছিলেন, এমন জয়ের পর হয়তো নতুন করে ভাববেন তিনি।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন নাদাল। সংখ্যাটাকে এবার বাড়িয়ে নেওয়ার পালা। সেই লক্ষ্যে এগিয়ে যেতে আগামী শুক্রবার তিনি খেলবেন জার্মান তারকা আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে।

এএইচ