দুই মাস পর চীনের সাংহাইয়ে লকডাউন শিথিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪০ এএম, ১ জুন ২০২২ বুধবার | আপডেট: ১০:৫০ এএম, ১ জুন ২০২২ বুধবার
করোনা মহামারী বাড়ায় চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাই শহরে জারি করা লকডাউন দুই মাস পর শিথিল করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে সাংহাইয়ের বাসিন্দাদের শহরে অবাধে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে, চীনের কোভিড সামগ্রিক নীতি বহাল রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
এর মাঝে যদি কেউ কোভিডে আক্রান্ত হন, তবে আবারও লকডাউনের সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ শতাধিক। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখের বেশি।
এই সময়ে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান।
এএইচ