ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় করিম বেনজেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১ জুন ২০২২ বুধবার | আপডেট: ১১:৩৬ এএম, ১ জুন ২০২২ বুধবার

চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা।

মঙ্গলবার (৩১ মে) এক ঘোষণায় তাকে এ স্বীকৃতি দিয়েছে উয়েফা।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমটা দুর্দান্ত কেটেছে করিম বেনজেমার। জাতীয় দল ও ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ছিল তার দাপট। তার কল্যাণে রিয়াল মাদ্রিদও চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তুলেছে। সেটিরই প্রতিদান পেলেন ফরাসি তারকা।

পুরো টুর্নামেন্টে তিনি ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৫ গোল করেছেন।

নকআউট পর্বে বেনজেমার পরপর দুই হ্যাটট্রিকে রিয়ালের ফাইনালের পথ নিশ্চিত হয়। পিএসজির বিপক্ষে শেষ ২-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে বেনজেমার ১৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়ালের জয়ের পথ সুগম হয়েছিল।

এছাড়া চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে রিয়ালকে রক্ষা করেন তিনি।

এছাড়া সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনালে লিভারপুলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি তার। এবারের মৌসুমে তিনি ৪টি গোল করেছেন এবং করিয়েছেন আরও ৬টি গোল।

এএইচ