ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

খাদ্য সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১২:১০ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির বাজার অস্থিতিশীল হয়ে পড়ায় ‘খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা’ নিশ্চিত করতে দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার স্টকহোমে বক্তৃতাকালে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘এর আঞ্চলিক অখন্ডতা এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে বলেছেন ‘এই যুদ্ধ এখনই শেষ করা উচিত’। 

এই পর্তুগিজ কূটনীতিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই যুদ্ধ দেশটিতে ভয়াবহ দুর্ভোগ, ধ্বংস ও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি খাদ্য, জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে একটি ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ, দেশ ও অর্থনীতিকে আঘাত করছে।’

গুতেরেস ‘রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়া, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য উদ্বৃত্ত ও মজুদ বরাদ্দ করা এবং বাজার স্থিতিশীল রাখার জন্য মূল্যবৃদ্ধি মোকাবেলা করা সহ ‘খাদ্য ও জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।’

ইউক্রেন ও রাশিয়া এই দুই দেশ বিশ্বে গমের চাহিদার ৩০ শতাংশ সরবরাহ করে।

সূত্র: বাসস

এসবি/