ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫,   চৈত্র ১৯ ১৪৩১

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরদৌসী মজুমদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

বাংলা নাট্যজগতের কিংবদন্তী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। একুশে পদক এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্ত এই অভিনয় শিল্পী ক্যারিয়ারে দীর্ঘ পথ অতিক্রম করেছেন। নতুন খবর হচ্ছে- দীর্ঘদিন পর আবারও সিনেমায় অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনের এ দাপুটে অভিনেত্রী।

সূত্রে জানা গিয়েছে, বিপ্লব সরকারের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমা ‘আগন্তুক’। আর সেই সিনেমাতেই তাকে বৃদ্ধ মায়ের ভূমিকায় দেখা যাবে।

এ প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বলেন, “আগন্তুক চলচ্চিত্রের গল্পটা অসাধারণ। একটি পরিবারের চার সদস্য নিয়ে এর কাহিনী। ওই পরিবারের বৃদ্ধ মায়ের ভূমিকায় আমাকে দেখা যাবে। চরিত্রটিতে খুব বেশি সংলাপ নেই। বেশিরভাগ সময়ে চুপ থাকতে হয়েছে। সংলাপ ছিল প্রলাপের মতো। যেজন্য কাজটি অনেক চ্যালেঞ্জ ছিল। খুব উৎসাহ নিয়ে এই সিনেমায় অভিনয় করেছি। এতে নির্মাতা আমাকে একেবারে অন্যরকমভাবে উপস্থাপন করেছেন, যা দর্শকের ভালো লাগবে।”

অভিনয়ের বাইরে খণ্ডকালীন শিক্ষকতা ও লেখালেখি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেরদৌসী মজুমদার। 

এদিকে থিয়েটারের প্রযোজনায় শিগগিরই আসছে নতুন নাটক ‘পোহালে শর্বরী’। রামেন্দু মজুমদার নির্দেশিত এ নাটকে পোশাক পরিকল্পনায় রয়েছেন নন্দিত এই অভিনেত্রী।
আরএমএ/ এসএ/