ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

জমির বিরোধ নিয়ে ঝগড়া, হার্ট অ্যাটাকে ২ বৃদ্ধের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

জমির বিরোধ নিয়ে ঝগড়া করতে গিয়ে বরিশালের উজিরপুরে হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন দুই বৃদ্ধ। 

বুধবার (১ জুন) রাত ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শোলক গ্রামে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে সেই গ্রামের বাসিন্দা চিত্ত দত্ত (৬০)  প্রতিপক্ষ আব্দুল হকের (৬০) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হলে চিত্ত দত্ত হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

সেই চিত্র দেখে আব্দুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
 
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়ে উভয়ের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, চিত্ত দত্তের বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে প্রতিবেশী আব্দুল হক বেশ কিছু জমি ক্রয় করেন। সেই জমির কিছু গাছ লোকজন নিয়ে মঙ্গলবার সকালে কাটেন চিত্ত। কেন না জানিয়ে গাছ কাটা হয়েছে এই বিষয়টি সন্ধ্যা রাতে চিত্তর কাছে জানতে চাইলে তার ভাইয়ের ছেলে দুর্জয়ের সঙ্গে প্রথমে আব্দুল হকের বাকবিতণ্ডা হয়। এই ঝগড়ায় জড়িয়ে পড়েন চিত্ত দত্ত।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ বলেন, উভয়ের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চিত্ত দত্ত এবং আব্দুল হকের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই জমির গাছ কাটা নিয়ে ঝগড়া করতে গিয়ে উভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানান তিনি।

আরএমএ/এএইচ