টাকার মান কমলো আরো ৯০ পয়সা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০০ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরো ৯০ পয়সা কমলো। এতে আন্তঃব্যাংক লেনেদেন প্রতি ডলারে খরচ করতে হবে ৮৯ টাকা ৯০ পয়সা। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
এনিয়ে গত দেড় মাসে ৭ বার টাকার অবমূল্যায়ন করা হয়েছে। এর আগে গত ৩০ মে টাকার মূল্যমান একধাপে ১ টাকা ১০ পয়সা কমানো হয়।
এদিকে, ডলারের মূল্য বেঁধে দেয়ার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর নিজেরাই ডলারের মূল্য ঠিক করতে পারবে। বৈধপথে প্রবাসী আয় বাড়াতেই ডলারের মূল্যসীমা তুলে দেয়া হয়েছে বলে জানায় কেন্দ্রিয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যাংকগুলো বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং চাহিদা বিবেচনায় ডলারের দাম ঠিক করবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’
টাকার বিপরীতে ডলারের মূল্য আজ ৯০ পয়সা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এর ফলে রেমিট্যান্স ও রফতানি আয় বাড়বে।
টাকার বিপরীতে ডলারের দাম ক্রমাগত বাড়তে থাকায় বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে গত রবিবার দাম বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আন্ত-ব্যাংক লেনদেনে ডলারের রেট ছিল ৮৯ টাকা। আমদানি পর্যায়ে ৮৯ টাকা ১৫ পয়সা। আর প্রবাসী আয় আনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা। কিন্তু এ দাম নির্ধারণের পর কমে যায় প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে। ফলে বিশ্বের অনেক দেশের মতো ডলারের বিপরীতে দর হারাচ্ছে টাকা।
এসি