‘যারা দিনমজুর করে তারা কী খাবে?’ (ভিডিও)
সাইদুল ইসলাম
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩ জুন ২০২২ শুক্রবার
এখনো সুখবর নেই চালের দামে। অভিযান চললেও প্রকারভেদে কেজিতে চালের দর বেড়েছে ৫ থেকে ৮ টাকা। রসুন, আদা, জিরাসহ মসলার বাজারও চড়া। ছুটির দিনের বাজারে বেড়েছে মাছের দামও। তবে স্বস্তি ফিরেছে সবজিতে। প্রায় সব পণ্যেরই দর বাড়ায় কষ্টে পড়েছেন ক্রেতারা। এ অবস্থায় কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের দাবি তাদের।
এক সপ্তাহের মধ্যে বাড়লো রসুনের দাম। দেশি ও ভারতীয় দুই ধরণের রসুনের দামই কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০টাকা। আলুতেও স্বস্তি নেই। মসলার বাজারও অস্থির।
একজন ক্রেতা বলেন, "আজকে বাজারে এসে দেখি আদা-রসুন ১৪০ টাকা কেজি।"
বিক্রেতারা বলছেন, কেনাই বেশি, তাই বিক্রি দামও বেশি।
চালের দরেও নেই সুখবর। প্রকার ভেদে প্রায় সব চালের দামই বেড়েছে ৫ থেকে ৮ টাকা। একজন বিক্রেতা বলেন, "চালের প্রকাভেদে দাম বেড়েছে।"
মাছের বাজারেও ক্রেতার স্বস্তি নেই। নদী ও সমুদ্রের মাছ কেজিতে বেড়েছে ১শ থেকে ২শ টাকা।
একজন বিক্রেতা বলেন, "এখন মাছের সিজন না, এখন বৃষ্টি হচ্ছে, এতে মাছের উৎপাদন এবং দাম দুটোই কমে যাবে সামনে।"
প্রায় সব পণ্যেরই দাম বাড়ায় স্বস্তিতে নেই সাধারণ মানুষ। এ অবস্থায় বাজারে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
একজন ক্রেতা বলেন, "যাদের টাকা-পয়সা আছে তারা খাইতে পারে, যারা দিনমজুর করে তারা কী খাবে?"
বাজারে সবজির সরবরাহ বেশ ভালো। দাম কম থাকায় একমাত্র সবজির দরেই স্বস্তিতে আছেন ক্রেতা।
গরুর মাংশ ও মুরগির বিক্রি হচ্ছে আগের দামেই।
এসবি/