কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৪ জুন ২০২২ শনিবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ৪ জুন ২০২২ শনিবার
শিক্ষামন্ত্রী ড. দিপুমনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা লাগিয়ে আগামীতে সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ গড়ে তোলা সম্ভব।
শনিবার (৪ মে) কক্সবাজারে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধনকালে একথা বলেন তিনি।
দীপুমনি বলেন, “এই হ্যাচারিটির মাধ্যমে উন্নত ধরনের গবেষণা হবে। মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে হ্যাচারিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে।”
শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করা হবে। যেহেতু একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেহেতু কক্সবাজারে এই মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন পরিকল্পনা বা উদ্যোগ নেই সরকারের।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে।”
ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসের ড. মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক প্রমুখ।
এর আগে সকাল ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
এএইচ