রায়পুরায় ট্রেন-পিকআপের সংঘর্ষে নিহত ৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০২ পিএম, ৪ জুন ২০২২ শনিবার | আপডেট: ০৩:২৭ পিএম, ৪ জুন ২০২২ শনিবার
নরসিংদীর রায়পুরায় ট্রেন ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় রায়পুরার হাসনাবাদ রেল ক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী এক পিকআপের মধ্যে সংঘর্ষের এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর শাহীন নামে আরও একজন মারা যান। গুরুতর আহত ৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় দিকে মুশল ধারে বৃষ্টির সময় দ্রুতগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটে উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় আমিরগঞ্জের দিক থেকে আগত একটি পিকআপ ভ্যান হঠাৎ রেল ক্রসিংয়ের উপর চলে এলে ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর আরপ একজন মারা যান।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, “পিকআপটিতে চালকসহ মোট ৫ জন ছিলেন। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা সকলেই পিকআপের যাত্রী ছিলেন।”
এসএ/