ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ইউক্রেনে রয়টার্সের দুই সাংবাদিক আহত, চালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৪ জুন ২০২২ শনিবার

ইউক্রেনের পূর্বাঞ্চলে শুক্রবার রয়টার্সের দুই সাংবাদিককে পরিবহন করা এক গাড়ির চালক নিহত এবং আন্তর্জাতিক এ বার্তা সংস্থার দুই সাংবাদিক সামান্য আহত হয়েছেন। কোম্পানির মুখপাত্র একথা জানায়। খবর এএফপি’র।

ওই বার্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, সেভারোদনেৎস্ক অভিমুখে যাওয়ার সময় হামলার শিকার হওয়ায় রয়টার্সের দুই সাংবাদিক সামান্য আহত হয়েছেন।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সরবরাহ করা একটি যানবাহনে করে তারা যাচ্ছিলেন। গাড়িটি বিচ্ছিন্নতাবাদীদের দায়িত্ব দেওয়া এক ব্যক্তি চালাচ্ছিলেন। হামলায় গাড়িটির চালক নিহত হন।

রয়টার্স নিহত চালকের পরিবারের প্রতি তাদের গভীর সমবেদনা জানিয়েছে। সংস্থাটি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।

এদিকে সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলে ফরাসি সাংবাদিক ফ্রেডারিক লেকলার্ক-ইমহফ নিহত হন। রাশিয়ার বোমা হামলায় ঘরবাড়ি ছেড়ে পালানো বেসামরিক নাগরিকদের সঙ্গে বাসে করে তিনি যাওয়ার সময় প্রাণ হারান। তিনি ফ্রান্স বিএফএম টেলিভিশন নিউজ চ্যানেলে কাজ করতেন।

তিনি সেভারোদনেৎস্ক’র কাছে ছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার অগ্রসরমান সৈন্যরা সেখানে হামলা চালিয়ে আসছে।

আন্তর্জাতিক মিডিয়া এডভোকেসি গ্রুপ রিপোটার্স উইদাউট বডার্স জানায়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন সংঘাতের প্রতিবেদন তৈরি করার সময় হামলার শিকার হয়ে কমপক্ষে আট সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
এসএ/