ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নিহতের পরিবার পাচ্ছে ৫০ হাজার, আহতরা ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৫ জুন ২০২২ রবিবার

সময় যত গড়াচ্ছে, সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ততই বাড়ছে। এখন পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৪ শতাধিক। ঘটনা তদন্তে গঠিত হয়েছে তিনটি কমিটি।

এদিকে, নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদেরকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, “ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মালিকপক্ষের কারো সঙ্গে যোগাযোগ হয়নি। সেনাবাহিনীর দল এসেছে। গতরাতে আগুন লাগে, আপনারা দেখছেন, এখনো জ্বলছে। ডিপোতে ড্রেন আছে, সেই ড্রেন খালে গিয়ে পড়েছে, সেই খাল আবার সাগরের সাথে সংযোগ আছে। রাসায়নিক যাতে সাগরে না যায় সে লক্ষ্যে উনারা কাজ করছেন।”

জানা যায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় ৭০ কানি জমির ওপর অবস্থিত ওই কনটেইনার ডিপোতে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কন্টেইনারে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিরা ও সীতাকুন্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখনই হঠাৎ করে একটি কেমিক্যাল বোঝাই কন্টেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

প্রায় ১৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে এবার ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ৭ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন কর্মী এখনো সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আরো ২ জন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। 

রোববার সকালে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দেয়।

এনএস//