১৪ দিনে ৪ লাখের বেশি দর্শক, ‘বেলাশুরু’ দেখতে হুইলচেয়ারেও হাজির!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৫ জুন ২০২২ রবিবার
প্রেক্ষাগৃহে ১০০ জন দর্শক এলে কর্মীদের নিয়ে আনন্দে খাওয়াদাওয়া করতেন হলমালিকেরা। তাদের মাত্র ১৪ দিনে ৪ লক্ষ দর্শক দিয়েছে টালিউড সিনেমা ‘বেলাশুরু’।
মাত্র দু’সপ্তাহে সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্তের প্রেমের সাক্ষী ৪ লক্ষেরও বেশি দর্শক। আনন্দবাজার অনলাইনকে এই খবর জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
‘বেলাশেষে’র বিশ্বনাথ মজুমদার সপরিবারে ‘বেলাশুরু’-তে ফিরতেই দর্শকের ঢল শহর ও শহরতলির প্রেক্ষাগৃহে। উইন্ডোজ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একই ছবি একাধিক বার দেখছেন আট থেকে আশি!
ছবি-মুক্তির সময়ে বেশ ভয়ে ভয়েই ছিলেন পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দু’টি বিষয় নিয়ে তাদের দ্বিধা ছিল। এক, অতিমারির পরে কি আর কোনও পরিবার আগের মতো একজোটে প্রেক্ষাগৃহে আসবেন? দুই, ‘পুষ্পা’, ‘আরআরআর’ দেখা তরুণ প্রজন্ম পারিবারিক ছবিতে কতখানি আগ্রহী হবেন? নন্দিতা-শিবুর ভয় ভেঙেছে। তাদের দাবি, নবীনা-সহ একাধিক প্রেক্ষাগৃহে গৃহবধূরাও প্রথম বার স্বামী, দ্বিতীয় বার মেয়েকে সঙ্গে নিয়ে দেখে গিয়েছেন ‘বেলাশুরু’।
শুধু কি তাই? হুইলচেয়ারে বসেও বহু প্রবীণ, প্রবীণা গিয়েছেন প্রেক্ষাগৃহে। শিবপ্রসাদের কথায়, ‘‘হুইলচেয়ারে বসে দেখবেন। তাই নীচে সামনে বসার জন্য টিকিট কেটেছেন ‘এ’ রো-এর। পূর্ণ প্রেক্ষাগৃহে ঢুকে তাকে বসতে হয়েছে একেবারে পিছনে। তাতেও কারও কোনও আপত্তি নেই!’’ পরিচালকের দাবি, অতিমারির সময়ে বা পরে হলমালিকেরা নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেন দর্শকসংখ্যা কত। সেই সংখ্যা ১০ থেকে বেড়ে যে দিন ১০০ হয়েছে, তারা কর্মীদের নিয়ে খাওয়াদাওয়া করেছেন। সুদিন ফিরছে, তার উদ্যাপনে। ১৪ দিনে ৪ লক্ষেরও বেশি দর্শক পেয়ে তারাও আপ্লুত। আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ‘টিম বেলাশুরু’কে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
এসবি/