ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪,   কার্তিক ৯ ১৪৩১

পুড়েছে পণ্যভর্তি ১৩০০ কনটেইনার, ৯০০ কোটি টাকার ক্ষতি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ৫ জুন ২০২২ রবিবার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে প্রায় সব কনটেইনার পণ্যভর্তি ছিল। ফলে আগুনে রপ্তানির জন্য প্রস্তুত করা ও আমদানি করা বহু পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য পুড়েছে। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৯০০ কোটি।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির চট্টগ্রাম শাখা গণমাধ্যমে এমনটাই জানিয়েছে। 

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার সময় সাড়ে চার হাজারেরও বেশি কনটেইনার ছিল। এরমধ্যে অন্তত এক হাজার ৩০০ কনটেইনারে আমদানি ও রপ্তানির পণ্য ছিল। পণ্যভর্তি এসব কনটেইনারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়েছে আমদানি করা বহু পণ্য।

রপ্তানির জন্য রাখা পণ্য বেশি পুড়েছে বলে জানানো হয়েছে। এরমধ্যে বেশিরভাগই ছিলো তৈরি পোশাক। 

তবে কতটি প্রতিষ্ঠানের পণ্য পুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কনটেইনারে কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণ শুরু হয়। ফলে দ্রুত পুরো ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

এসবি/