ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৪১ জন নিহত এবং কয়েক'শ লোক আহত। অগ্নিকাণ্ডের শুরু থেকে স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং সীতাকুণ্ডের স্থানীয় যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা সেখানে ছুটে গিয়ে আগুন নির্বাপনের পাশাপাশি আহতদের বের করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলা যুবলীগসহ পার্শবর্তী উপজেলা, থানা, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর যুবলীগের পদ-প্রত্যাশীরা ব্যক্তি উদ্যোগে ঔষধ, পানি, খাবার, প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাংলাদেশের যে কোন ক্রান্তিকালে, দুর্যোগ-দুর্বিপাকে, গণতন্ত্র উদ্ধারে মানবতার ঢাল হয়ে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে যুবলীগ। সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে যুবলীগ আহত মানুষের পাশে থেকে মানবিকতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও যুবলীগ এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
কেআই//