কলেরা প্রাদুর্ভাবের আশঙ্কায় অবরুদ্ধ মারিউপোল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার
রাশিয়ার দখলকৃত ইউক্রেনের শহর মারিওপোলে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যে কারণে পুর শহরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মারিওপোল শহরের মেয়রের এক উপদেষ্টা ইউক্রেনীয় টেলিভিশনকে এই কথা বলেন।
পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো নামের ওই উপদেষ্টা বলেন, আমরা শহরটি বন্ধ হয়ে যেতে দেখছি, শহরটি একটি মহামারীর জন্য নিজেকে প্রস্তুত করছে।"
তিনি আরও বলেন, "যতদূর আমরা দেখতে পাচ্ছি মহামারীটি কমবেশি ইতিমধ্যেই শুরু হয়েছে।"
রাশিয়ার বিমান হামলায় পারিওপোল শহরের বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে হাসপাতালের অবকাঠামোও। যেকারণে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে এই শহরের বসবাসরত ১ লাখ বাসিন্দাদের এখনও পর্যাপ্ত বিশুদ্ধ পানির সরবরাহ নেই।
এরইমাঝে কলেরার প্রাদুর্ভাভ বাড়লে ভ্যাকসিনের অভাবের কারণেই হাজার হাজার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েক মাস বোমা বর্ষণের পর মারিওপোল শহরটি গত মে মাসে নিজেদের দখলে নিতে সক্ষম হয় রাশিয়া। এর পরেই এই পরিস্থিতির সৃষ্টি হল।
অ্যান্ড্রুশচেঙ্কো বলেন, খাদ্য এবং পানির অভাবে মারিওপোল শহরের মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।
এসবি/