ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বাবার মরদেহের খোঁজে শিশু ফাইজা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ৮ জুন ২০২২ বুধবার | আপডেট: ০৫:৩৭ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

পৃথিবী কি এখনো সেটি বুঝে ওঠতে পারেনি শিশু ফাইজা রহমান। বয়স মাত্র ১১ মাস। শুধু মাত্র বা…বাবা…বা..বা.. ডাকতে শিখেছে। এই যে তার মুখে বা..বা ধ্বনি, সেটাও বুঝতে শিখেনি এই অবুঝ শিশু। 

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর থেকে আবদুস সোবহান রহমানের খোঁজ নেই। ফাইজা তারই মেয়ে। বাবাকে খুঁজছে এই অবুঝ মেয়ে...

বিস্তারিত দেখুন ওপরে দেওয়া ভিডিওতে-