ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সাত দিনের বেশি গাড়ি জব্দ করা যাবে না: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৮ জুন ২০২২ বুধবার | আপডেট: ০৬:২৪ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

কোনো গাড়ি সাত দিনের বেশি সময়ের জন্য জব্দ করা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। 

বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। 

রায়ে বলা হয়, ব্যক্তিগত গাড়ি জব্দ করার ক্ষেত্রে তাকে আগে নোটিশ দিতে হবে। জব্দ করা গাড়ি সরকারি কাজের যে উদ্দেশ্যে তার বাইরে ব্যবহার করা যাবে না।

রায়ে আরও বলা হয়, জব্দকৃত গাড়ি পুলিশ অফিসার বা তার পরিবারের কেউ ব্যবহার করতে পারবে না। ৭ দিনের বেশি সময়ের জন্য রিকুইজিশন করা যাবে না। গাড়ির ক্ষতিপূরণ এবং ডেইলি এলাউন্স নির্ধারণ করতে হবে। ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে ৷ 

এছাড়া রিকুইজিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। 

আগামী  ৯০ দিনের মধ্যে এই গাইডলাইন সার্কুলার আকারে সংশ্লিষ্টদের কাছে পাঠাতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। 

২০১৯ সালের দেয়া রায়ে বলা হয়েছে, ডিএমপি আইনে গাড়ি রিকুইজিশন করার ক্ষমতা ডিএমপি কমিশনারের। তবে তা শুধুমাত্র জনস্বার্থে ব্যবহার হবে, ব্যক্তিগত কাজে বা অন্য উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। 

ব্যক্তিগত, কোম্পানি বা প্রতিষ্ঠানের গাড়ি রিকুইজিশন করার ক্ষেত্রে মালিককে কারণ উল্লেখ করে নোটিশ দিতে হবে। এছাড়া চালককে দৈনিক ভাতা এবং কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে। 

এএইচ