নোবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ৮ জুন ২০২২ বুধবার
‘পুনরুজ্জীবন, মহাসাগরের জন্য যৌথ প্রচেষ্টা’ এ প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খান বলেন, সমুদ্র সম্পদ আহরণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে নোবিপ্রবি সমুদ্র বিজ্ঞান বিভাগ বদ্ধপরিকর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সমুদ্র গবেষণায় নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে এবং এর জন্য সহযোগীতা অব্যাহত থাকবে।’
কেআই//