ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ধান মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

অবৈধভাবে ধান মজুদ করার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ছিট চিলারং গ্রামে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আদালতের বিচারক সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব-উল-আহসান বিকেলে খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুদ পাওয়ায় রাজীব আলী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার বলেন, অভিযানকালে দেখা যায় সেই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনেক ধান মজুদ করে রেখেছে। এভাবে ধান মজুদ করে রাখা আইনত অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।
কেআই//