ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

সিরাজগঞ্জে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সিরাজগঞ্জে প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সিভিল সার্জন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. রামপদ রায় এ ঘোষণা দেন।

তিনি বলেন, “ভিটামিন এ’র অভাবে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে সারাদেশব্যাপি ১২ জুন হতে ১৫ জুন ২০২২ পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।

ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুদের একটি করে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের সকল শিশুকে একটি করে লাল রঙেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

জেলায় মোট ২২১৮টি কেন্দ্রের মাধ্যমে ৪ লাখ ৮৯ হাজার ৫৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, প্রিন্ট- ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়াসহ সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএ/এএইচ