ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৭ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার

২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

তিনি বলেন, গত ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ৩৭ হাজার ৫৩৩ কোটি টাকা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা সর্ভিসের জন্য ৩৮ হাজার ৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ৩৬ হাজার ১৫৬ কোটি এবং উন্নয়ন খাতে ১ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

এছাড়া অন্যান্য সার্ভিসের পরিচালন খাতে ১ হাজার ৯০৯ কোটি টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন খাতে ৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এসি