পাকিস্তানের আলোচিত টিভি উপস্থাপক আমির লিয়াকতের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৭ এএম, ১০ জুন ২০২২ শুক্রবার
পাকিস্তানের প্রখ্যাত এবং বিতর্কিত টিভি উপস্থাপক আমির লিয়াকত হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
করাচির নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে। খবর বিবিসির।
টেলিভিশন উপস্থাপক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন আমির লিয়াকত। পরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির হয়ে পার্লামেন্ট সদস্যও হয়েছিলেন তিনি।
বিদ্বেষ প্রচারের অভিযোগে টেলিভিশন অনুষ্ঠান থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিল এই টেলিভিশন উপস্থাপকের। তিনবার বিয়ে করেও সংসার টিকিয়ে রাখতে পারেননি আমির লিয়াকত। সর্বশেষ বিয়েটি অনেকটা তিক্ততার সঙ্গে ভেঙে যায়।
তার তৃতীয় স্ত্রী আঠারো বছর বয়সী দানিয়া শাহ গেল মাসে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। পরে পাকিস্তান ছেড়ে বিদেশে যাওয়ার ঘোষণা দেন আমির লিয়াকত।
পেশাগত জীবনে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশনে চ্যানেলে কাজ করেন তিনি। দেশটির জনগণের একটি অংশের কাছে তার বেশ জনপ্রিয়তা থাকলেও অন্যদের কাছে তিনি ছিলেন বিদ্বেষপ্রচারক।
আমির লিয়াকত ছিলেন বাকপটু। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। তার সম্প্রচার ছিল সুলিখিত। যাতে ধর্মীয় বাণী ও আবেগের সংমিশ্রণ ছিল।
এমএম/