রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব: ক্রেমলিন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩০ পিএম, ১০ জুন ২০২২ শুক্রবার
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এমন কি প্রযুক্তিগত দিক থেকেও না। অবন্ধুসুলভ দেশগুলোর নানা ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও তা সম্ভব হবে না।
বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র সাংবাদকিদের একথা বলেন। খবর তাস’র।
তিনি বলেন, “বিচ্ছিন্নতার ব্যাপারে কেউ কথা বলছেন না। অবন্ধুসুলভ বা শত্রুতাপূর্ণ দেশগুলো রাশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও এ অঙ্গন থেকে আমাদের বিচ্ছিন্ন করা অসম্ভব। এক্ষেত্রে তারা সফল হতে পারবে না। কারণ আজকের বিশ্ব ব্যবস্থায় কোন দেশকে বিচ্ছিন্ন করা অসম্ভব, বিশেষ করে রাশিয়ার মতো একটি বিশাল ও শক্তিশালী দেশকে।”
ক্রেমলিন জোরদিয়ে আরও বলেছে, “কোন দেশ নিজেরা নিজেদের বিচ্ছিন্ন করতে চায় না।”
এসএ/