ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

সন্দ্বীপে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১২ জুন ২০২২ রবিবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ১২ জুন ২০২২ রবিবার

সাপের কামড়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম তাহামিনা আক্তার পাকিজা(১৪)। সে দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত (১০ জুন) শুক্রবার রাত আনুমানিক নয়টার রান্না ঘরে তাহামিনাকে সাপে কামড় দেয়। এর পরপরই তাকে স্থানীয় সন্দ্বীপ মেডিকেল সেন্টার ও গাছুয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। সন্দ্বীপ উপজেলায় সাপের কামড়ের কোন প্রতিষেধক ইনজেকশন না থাকায় তাকে ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহামিনাকে মৃত ঘোষণা করেন। 

তাহামিনা সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডাক্তার হাবিবউল্লাহর বাড়ির মো. আবুল কালামের মেয়ে। 

উপজেলা পর্যায়ে সাপের কামড়ের চিকিৎসার অভাবে তাহামিনার মৃত্যুতে উদ্বেগ প্রকাশ এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, সন্দ্বীপে প্রতিবছর সাপের কামড়ে গড়ে ৮-১০ জন মানুষের মৃত্যু হয়। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম জানান, সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য আইসিইউ সাপোর্ট এবং যে ইনজেকশন প্রয়োজন সেটির কোনটিই আমাদের উপজেলায় নেই।
কেআই//