পটিয়ায় সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণসভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৭ পিএম, ১২ জুন ২০২২ রবিবার
প্রয়াত লন্ডনপ্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল চারটায় পটিয়া ক্লাব হলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পটিয়ার স্থানীয় সংস্কৃতিকর্মীদের উদ্যোগে গঠিত সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী স্মরণসভা কমিটি এই সভার আয়োজন করে। সভার শুরুতে আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা শোক সংগীত হিসেবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশন করে।
এরপর প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভা কমিটির আহবায়ক মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পটিয়া গৌরব সংসদের আহবায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু।
এতে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ, সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আলীম, মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, লেখক আহমদ কবির, উত্তরাধিকার সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, নিবেদন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর ছিদ্দিকী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, শিক্ষাবিদ সাগর দাশ, টিআইবি কর্মকর্তা আবু নাছের প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণআন্দোলনে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা পথ দেখিয়েছে। যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বহমান থাকবে, লাল-সবুজের পতাকা উড়তে থাকবে, একুশে ফেব্রুয়ারি পালিত হবে ততদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর চিন্তা-কথা-কবিতা-প্রবন্ধের মাধ্যমে।
কেআই//