ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মাঠে নামবে চিলি ও জার্মানি

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার

কনফেডারেশন্স কাপ ফুটবলের ফাইনালে রাতে মাঠে নামবে দুই শক্তিশালী দল চিলি ও জার্মানি।
সেন্ট পিটার্সবার্গে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। দুদলের শেষ আটবারের লড়াইয়ে ৫টিতে জার্মানি ও ২টিতে জয় পেয়েছে চিলি আর একটি ম্যাচ ড্র হয়েছে। ২০০১ সালে ফ্রান্সের পর চিলিই প্রথম দল যারা প্রথমবার কনফেডারেশন্স কাপ খেলতে এসেই ফাইনাল খেলছে। তাই নিজেদের জয়ের ধারাবাতিকতা ধরে রেখে শিরোপা ঘরে নিয়েই ফিরতে চায় চিলি। আর তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দল নিয়েও ফাইনালে উঠে জার্মানি। প্রথম বারের মতো কনফেডারেশন্স কাপের ফাইনালে শিরোপা জয়ে ইতিহাস গড়তে চায় বিশ্বচ্যাম্পিয়নরা। এরআগে, সন্ধ্যা ৬টায় তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলবে পর্তুগাল।