ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

আইনের কারণে বাহারকে এলাকা ছাড়া করা যায়নি: ইসি

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার | আপডেট: ০৬:০৭ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার

আইনের দুর্বলতার কারণে, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারকে এলাকা ছাড়া করানো যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এবং রাশেদা সুলতানা। 

সোমবার (১৩ জুন) দুপুরে কুমিল্লার নবাব ফয়জুন্নেচ্ছা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে কুসিক নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে আসার পর তারা সাংবাদিকদের একথা জানান। 

ইসি নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশের চিঠি দেওয়ার পরও স্থানীয় সংসদ সদস্য বাহার এলাকা না ছাড়ায় সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, "ইসি আইনি বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোর করে বের করতে পারেন না। তবে, তিনি যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?"

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, "নির্বাচনে এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর। কোনো রকম ঝামেলা হলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে ভোট বন্ধ করে দেয়া হবে। পরিস্থিতি ভোট নেয়ার মতো না হলে ভোট বন্ধ থাকবে।"

উল্লেখ্য, একদিন আগে রোববার সংসদ সদস্য বাহাউদ্দিনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউকে অনুরোধ করার পর জোর করার ক্ষমতা ইসির নেই।

তিনি আরও বলেন, "উনি আদালতে মামলা করেছেন। আমরা কাউকে অনুরোধ করতে পারি, আমাদের এমন কোনো ক্ষমতা নেই একজন সংসদ সদস্যকে জোর করার, উনাকে বলাটাই যথেষ্ট। সেটাকে সম্মান করাই যথেষ্ট। সেটা যদি উনি না করেন, আমাদের করার কিছু থাকে না।"

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ত্যাগের অনুরোধ জানিয়ে গত ৮ জুন চিঠি দেয় নির্বাচন কমিশন।

এসবি/