ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

কিশোরগঞ্জের হাওরে নৌকাডুবে ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের তাড়াইলের মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের ওয়াসিম (৩৫)।

স্থানীয়রা জানান, সোমবার (১৩ জুন) তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন পাঁচ জন। দুপুর ১টার দিকে ঝড়ের কবলে পড়েন তারা। পরে ঢেউয়ের তোড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় দুই জন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে পড়েন। অন্য তিন জন নৌকাসহ পানিতে তলিয়ে যান।  

এসবি/