মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্য নিহত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
হাসপাতাল জুড়ে স্বজনদের আহাজারি
পটুয়াখালীর বসাক বাজারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মারা গেছেন ইউপি সদস্য মোহাম্মদ হানিফ গাজী। গুরুতর আহত অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ওই মোটরসাইকেলের চালক মোঃ শামীমকে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ গাজী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে ভাড়া মোটরসাইকেলযোগে পটুয়াখালীতে আসার পথে ৫২ বছর বয়সি ইউপি সদস্য হানিফ গাজী দুর্ঘটনায় পতিত হন। বসাক বাজারে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক শামীম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তখন রাস্তায় ছিটকে পড়ে হানিফ গাজী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাযন।
আহত চালক শামীমকে প্রথমে পটুয়াখালী মেডিকেলে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত হানিফ গাজী আমখোলা ইউনিয়নের বলইকাঠী গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার তিনবার নির্বাচিত ইউপি সদস্য। তিনি স্ত্রী ও ৮ ছেলেমেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে হাসপাতলে শোকের ছায়া নেমে এসেছে।
এএইচ