মানবতাবিরোধী অপরাধে ৬ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরার দুজন ও ময়মনসিংহের চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে সংস্থাটির ৮২ এবং ৮৩তম প্রতিবেদন প্রকাশ করেন প্রতিষ্ঠানের সমন্বয়ক এম সানাউল হক।
প্রতিবেদনে সাতক্ষীরা আবুল হাসেম ও মুজিবুর রহমানের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। তারা দুজনই গ্রেফতার রয়েছেন।
তবে ময়মনসিংহের আব্দুর রশিদ গত ৬ জুন জেলখানায় মারা গেছেন। ময়মনসিংহের অপর তিন অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন।
তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতন, অপহরণ এবং ধর্মান্তরিত করার আভিযোগ আনা হয়েছে।
এএইচ