ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মেহেরপুর পৌরসভাসহ ৪ ইউপিতে ভোট, কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার | আপডেট: ০২:৫৭ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

মেহেরপুর পৌরসভাসহ ৪টি ইউপিতে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের শেষ মুহূর্তের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচন উপলক্ষে সোমবার দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটিং সরঞ্জাম।

নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য একং ভ্রাম্যমান ম্যাজিস্ট্রের সাথে থাকছে পুলিশের কড়া নজরদারি।

এবারের সকল নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম মেশিনে। তাই ভোট পদ্ধতি সম্পর্কে ভোটারদের সচেতন করতে প্রতিকী ভোট অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের প্রশিক্ষিত করা হয়েছে। 

১৮৬৯ সালে জন্ম মেহেরপুর পৌরসভার। ৩৫ হাজার ২০২ জন ভোটার ও ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভা। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র মাহফুজুর রহমান রিটন এবং স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে সাবেক মেয়র মোতাচিছম বিল্লাহ মতু। 

মেয়র ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত নারী আসনে প্রার্থী রয়েছেন ২০ জন।

তৃতীয় ধাপের এই নির্বাচনে মেহেরপুর সদর উপজেলার বারাদী, আমঝুপি, পিরোজপুর ও শ্যামপুর এই ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ জন ও সাধারণ সদস্য (মেম্বর) পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএইচ