ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

উম্বলডন দিয়েই ফিরতে প্রস্তুত সেরেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

সেরেনা উইলিয়ামস

সেরেনা উইলিয়ামস

দীর্ঘ এক বছর পর আবারও টেনিস কোর্টে ফিরতে প্রস্তুত সেরেনা উইলিয়ামস। চলতি বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন দিয়েই প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন এই কৃষ্ণকলি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দেখা হবে সেখানে।’

এক বছর আগে এই উম্বলডনের কোর্টেই ইনজুরিতে পড়েন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। যে কারণে প্রথম রাউন্ড থেকেই মিশন শেষ করতে হয় উইলিয়ামস বোনদের অনুজকে।

এদিন সবুজ ঘাসের ওপর সাদা জুতা পরিহিত নিজের ছবি ইনস্টাগ্রামে আপলোড দেন সেরেনা। ছবির ক্যাপশনে মার্কিন এই তারকা লেখেন, ‘এসডব্লু এবং এসডব্লু১৯। এটি একটি তারিখ। ২০২২, সেখানে দেখা হবে।’

বর্তমানে র‌্যাংকিংয়ে বিশ্বের নিম্নতম ১ হাজার ২০৮তম স্থানে থাকা সেরেনা একক নাকি ডাবলসে খেলতে চান, সেটা অবশ্য নিশ্চিত করেননি।

দীর্ঘ দিনের ইনজুরির কারণে র‌্যাংকিং থেকে পেছনে পড়ে গেছেন ৪০ বছর বয়সী এই তারকা। তাই এখন ওয়াইল্ড কার্ডের প্রয়োজন আছে তার।

একক এবং ডাবলসের জন্য ওয়াইল্ড কার্ডের প্রাথমিক ব্যাচ ঘোষণা করা হবে বুধবার। ২০১৬ সাল পর্যন্ত উইম্বলডনে এককভাবে সাতটি শিরোপা জিতেছেন সেরেনা। তবে সন্তান জন্ম দেয়ার পর ২০১৮ এবং ২০১৯ সালের ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেননি।

উল্লেখ্য, লন্ডনে আগামী ২৭ জুন থেকে শুরু হচ্ছে এবারের উইম্বলডন। শেষ হবে ১০ জুলাই।

এনএস//