বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো কোস্টারিকা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০০ এএম, ১৫ জুন ২০২২ বুধবার | আপডেট: ০৯:০১ এএম, ১৫ জুন ২০২২ বুধবার
কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে শেষ দল হিসেবে স্থান পেয়েছে কোস্টারিকা। মঙ্গলবার উত্তর আমেরিকার দলটি ১-০ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন ও জাপানের সঙ্গে খেলবে তারা।
কোস্টারিকা এর আগে ১৯৯০, ২০০২, ২০০৬, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছিল। আর অল হোয়াইটস নামে পরিচিত নিউজিল্যান্ড ১৯৮২ ও ২০১০ সালের বিশ্বকাপে খেলেছিল।
ম্যাচের ৩ মিনিটেই খেলার ফলাফল নিশ্চিত হয়ে যায়। কোস্টারিকা তাদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায়। বাঁ প্রান্ত থেকে কোস্টারিকা উইঙ্গার জেইসন বেনেটের ক্রস ঠেকাতে নিউজিল্যান্ডের তিন খেলোয়াড় ছুটে এসেছিলেন। তারা বাধা দেয়ার আগেই বাঁ পাায়ের শটে বল জালে পাঠান কোস্টারিকা ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল।
এরপর প্রথমার্ধের প্রায় পুরো সময় গোল শোধে মরিয়া খেলেছে নিউজিল্যান্ড। ৩৭ মিনিটে গোলও করেছিল। ফাউলের অপরাধে গোলটি বাতিল করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।
এসএ/