ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার

গাজীপুরের রাজেন্দ্রপুরে এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সাথে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে এই ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে আউটার সিগনালের প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল জংশনে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই ঢাকার সাথে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

ট্রেনের বগির উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যেই ঢাকা থেকে রওনা দিয়েছে বলে জানান স্টেশন মাস্টার। 

দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।

এএইচ