রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপে গোলাগুলি, নিহত ১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে মো. সেলিম নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
বুধবার রাত ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টের সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বুধবার রাত ১২টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট সি ব্লকের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কথিত দুই বিবদমান সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেলিম গুলিবিদ্ধ হন।
তাকে তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার নাইমুল হক জানান, নিহত সেলিম কথিত আরসা গ্রুপের সদস্য। তবে স্হানীয় রোহিঙ্গারা জানিয়েছেন নিহত সেলিম ক্যাম্পে রাত্রিকালীন পাহারাদার হিসেবে কাজ করতেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এর আগে গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের এক ব্লক হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন।
এই হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে আরও একজন স্বেচ্ছাসেবীকে হত্যা করলো রোহিঙ্গা দুর্বৃত্তরা।
এএইচ