ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার

আগামী ১৯ জুন থেকেই শুরু হচ্ছে এবারের এসএসসি সমমান ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা।

এদিন সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া নিম্ন মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিশ্চিতের লক্ষ্যে কেন্দ্র এলাকায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিষেধাজ্ঞায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ আদেশ পরীক্ষার দিন থেকে পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে বলে ডিএমপির আদেশে জানানো হয়।

এনএস//