দেশের অর্থনীতিতে অবদান রাখা সত্ত্বেও প্রবাসীরা অবহেলিত
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০২:৩১ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার
ইতালি জুড়ে প্রায় সোয়া তিন লাখ বাংলাদেশি প্রবাসীর বাস। তাদের অভিযোগ, দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও বিভিন্নভাবে অবহেলিত তারা। বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রক্রিয়ায় সরকারের কঠোরতা এবং দেশে বিনিয়োগে নিরাপত্তার দাবি তাদের। প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদে একটি সংরক্ষিত আসনেরও দাবি প্রবাসীদের।
পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার দক্ষিণ ইউরোপের দেশ ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শনে বর্ণিল এর চারপাশ। ইতালিতে প্রায় সোয়া তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত।
বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করতে প্রবাসীদের অবদান প্রথম সারিতে থাকলেও দেশে আসলে বিমানবন্দরের নানা ভোগান্তির অভিযোগ তাদের।
বৈধ চ্যানেলে টাকা পাঠানো নিশ্চিত করতে সরকার আরো কঠোর হলে রেমিটেন্সের পরিধি আরো বাড়বে বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা।
প্রবাসীদের সুযোগ-সুবিধা সরকারের কাছে তুলে ধরতে সংসদে সংরক্ষিত আসনের একজন সদস্য রাখারও দাবী জানান তারা।
ইউরোপে যুক্তরাজ্যের পর সর্বোচ্চ সংখ্যক প্রবাসীদের দেশ ইতালী প্রবাসীরা বিনিয়োগ নিরাপত্তা পেলে দেশে আরো বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন।