তুরস্ক যাচ্ছেন সৌদি যুবরাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ২২ জুন তুরস্ক সফর করবেন।
এ সফরটিকে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডের পর আঙ্কারা ও রিয়াদের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রয়াশ বলে মনে করা হচ্ছে। খবর এএফপি’র।
ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের ভিতরে খাশোগির নৃশংস হত্যাকান্ডের পর এটি প্রিন্স মোহাম্মদের প্রথম তুরস্ক সফর। খাশোগির নৃশংস হত্যাকান্ড বিশ্বকে হতবাক করে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বড় আঘাত হানে।
তুরস্ক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কামড় হিসাবে আর্থিক সহায়তার জন্য অ-পশ্চিমা অংশীদারদের দিকে তাকিয়ে থাকায় তার সফরের সময় দুটি দেশ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করবে।
হত্যাকাণ্ডের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইতিমধ্যেই এপ্রিলের শেষের দিকে সৌদি আরব সফর করেছিলেন, যেখানে তিনি মক্কা ভ্রমণের আগে যুবরাজের সাথে দেখা করেছিলেন।
এসি