ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

যমুনার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, সিরাজগঞ্জে বন্যা আতঙ্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৩ এএম, ১৮ জুন ২০২২ শনিবার | আপডেট: ১০:১৯ এএম, ১৮ জুন ২০২২ শনিবার

চর অঞ্চলের ঘর-বাড়ি প্লাবিত

চর অঞ্চলের ঘর-বাড়ি প্লাবিত

সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে এখন বিপদসীমা ছুঁই ছুঁই। এতে সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় শহরের হার্ডপয়েন্টে পানি ৪২ সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ।

তিনি জানান, আজকের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করবে এবং আগামী ২৪ জুন পর্যন্ত পানি বৃদ্ধি পাবে।  

এদিকে অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে জেলার যমুনা তীরবর্তী চর এবং নিম্নাঞ্চল কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও এনায়েতপুরে বন্যা আতঙ্কা দেখা দিয়েছে। 

চৌহালীর বিভিন্ন চরের কিছু কিছু ঘর-বাড়িতে প্রবেশ করেছ পানি। দুর্ভোগ নিয়ে জীবন-যাপন করছে চরবাসী।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

এএইচ