পাচার হওয়া টাকা আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার
বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত এনে আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চান রিহ্যাব নেতারা।
শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন।
তিনি বলেন, ২০২০-২১ সালের বাজেটে সুযোগ দেয়ায় ২০ হাজার ৬০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে। ২০২২-২৩ সালের বাজেটে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের কোন সুযোগ রাখা হয়নি।
রিহ্যাব সভাপতি বলেন, “ঘোষিত বাজেটে পাচারকৃত টাকা দেশে আনার বিষয়ে আইন করা হয়েছে, এটি সাহসী পদক্ষেপ। কিন্তু দেশ থেকে যাতে টাকা পাচার না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি ইন্তেখাবুল হামিদ, সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ, সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, লায়ন শরীফ আলী খান ও প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।
বাজেট পাশের আগে এ বিষয়ে সরকারি নির্দেশনা চান তারা। নির্মাণ সামাগ্রীর দাম বাড়ায় আমদানীতে শুল্ক ছাড়ের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এএইচ